রাষ্ট্রায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। সম্প্রতি ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থায় দু’টি ভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এর জন্য ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় অ্যাসোসিয়েট এগজ়িকিউটিভ (অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ ইমপ্লিমেন্টেশন) এবং অ্যাসোসিয়েট এগজ়িকিউটিভ (ব্যান্ড অ্যান্ড পিআর) পদে কর্মী নিয়োগ হবে। বিজ্ঞপ্তিতে মোট শূন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। পদগুলিতে নিয়োগের পর প্রথম এক বছর কর্মীদের ‘প্রোবেশন’-এ রাখা হবে।
উভয় পদের জন্যই আবেদনকারীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
অ্যাসোসিয়েট এগজ়িকিউটিভ (অফিশিয়াল ল্যাঙ্গোয়েজ ইমপ্লিমেন্টেশন) পদের জন্য প্রার্থীদের হিন্দি বিষয় নিয়ে স্নাতকোত্তর হতে হবে। প্রয়োজন তিন বছরের পেশাগত অভিজ্ঞতারও। একই ভাবে অন্য পদটির জন্যও শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মাপকাঠি রয়েছে, যা মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আগ্রহীদের এর জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিতরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ধার্য করা হয়েছে ১,১৮০ টাকা। আগামী ৯ অগস্ট আবেদনের শেষ দিন। এর পর আবেদনপত্র স্ক্রিনিং, লিখিত/কম্পিউটার নির্ভর পরীক্ষা, কেস বেসড্ ডিসকাশন, গ্রুপ টাস্ক, ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে উভয় পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে।