কল্যাণী বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের চাকরির সুযোগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের একটি প্রকল্পে তাঁরা গবেষক হিসাবে কাজের সুযোগ পাবেন। মোট শূন্যপদ তিনটি।
জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে উদ্ভিদবিদ্যা, রসায়ন, পরিবেশ বিজ্ঞান, ইকোলজিক্যাল সায়েন্সেস বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষ এবং অভিজ্ঞ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে অনূর্ধ্ব ৩০ বছর এবং প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। উল্লিখিত পদে নিযুক্তদের ফিল্ড ওয়ার্কের জন্য রাজ্যের তরাই-ডুয়ার্স অঞ্চলেও যেতে হবে।
নিযুক্তেরা প্রতি মাসে ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ চলবে। আগ্রহীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে নেওয়া হবে।