নদিয়া প্রশাসনের তরফে কর্মী নিয়োগ করা হবে। জেলার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পিএম ফর্মলাইজ়েশন অফ মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজ়েস স্কিমের অধীনে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসাবে কাজ করতে হবে। ওই কাজের জন্য ১৮ জন প্রয়োজন।
উল্লিখিত কাজে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য এবং যে কোনও বিষয়ে স্নাতক মহিলারা সুযোগ পাবেন। তবে, তাঁদের গণিত এবং বাণিজ্য সংক্রান্ত বিষয়ে দক্ষতা থাকা প্রয়োজন। এ ছাড়াও অন্তত দু’বছর নদিয়ার বাসিন্দা হিসাবে প্রমাণপত্র দিতে হবে।
আরও পড়ুন:
মোট এক বছরের চুক্তিতে ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন হিসাবে কাজ করার সুযোগ থাকছে। এ ক্ষেত্রে তাঁদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। তবে, আশাকর্মী কিংবা আইসিডিএস ওয়ার্কার হিসাবে কাজ করেছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন না।
নিযুক্তরা প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পেতে পারবেন। অফলাইনে অর্থাৎ ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন ৩১ জুলাইয়ের আগে পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের নদিয়ার ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার বিভাগের ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ইন্টারভিউ নেবেন। এই বিষয়ে আরও জানতে নদিয়ার প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটটি (nadia.gov.in) দেখে নিতে পারেন।