সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
জ়োন বেসড অফিসার নিয়োগ করা হবে। অহমদাবাদে ১২৩ জন, চেন্নাইতে ৫৮ জন, গুয়াহাটিতে ৪৩ জন এবং হায়দরাবাদে ৪২ জনকে নিয়োগ করা হবে। সব মিলিয়ে মোট ২৬৬টি শূন্যপদ রয়েছে। প্রথমে দু’বছর প্রবেশনের জন্য বরাদ্দ থাকবে। তার পর প্রয়োজন অনুযায়ী কাজের মেয়াদ বৃদ্ধি হবে। ভারত, নেপাল, ভুটানের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ৯ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।