মাধ্যমিক পাশের পর চাকরি পেতে পারেন আইআইটি খ্ড়গপুরে। প্রতিষ্ঠানের ‘পিকে সিনহা সেন্টার ফর বায়োএনার্জি অ্যান্ড রিনিউএবেলস’-এর গবেষণা প্রকল্পে ল্যাবরেটরি-কাম-অফিস অ্যাসিট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
মাধ্যমিক পাশ করেছেন, কিংবা দশম উত্তীর্ণ ব্যক্তিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। তবে, ল্যাবরেটরিতে মাইক্রোবায়াল কালচার, এনজ়াইম প্রোডাকশন, ডিস্টিলেশন, রিঅ্যাক্টর, ফ্রিজারের রক্ষণাবেক্ষণের কাজে ১০ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ৫৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
মোট ১২ মাস অর্থাৎ এক বছরের চুক্তিতে নিযুক্তকে কাজ করতে হবে। নিযুক্তের কর্মস্থল হতে চলেছে ‘পিকে সিনহা সেন্টার ফর বায়োএনার্জি অ্যান্ড রিনিউএবেলস’-এ। তাঁকে প্রতি মাসে হিসাবে ২২,৫০০ টাকা কিংবা তার বেশি অঙ্কের পারিশ্রমিক দেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ১৪ নভেম্বরের মধ্যে পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন।