পিএইচডি ডিগ্রি কোর্সে ভর্তি হওয়ার পর অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগও মিলবে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ন’টি বিষয়ে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। কারা করতে পারবেন, কী ভাবে আবেদন করবেন, কত খরচ হবে— এই সংক্রান্ত সমস্ত তথ্য জানানো হল।
কোন বিভাগে ভর্তির সুযোগ?
ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, ফার্মাসি, হিউম্যানিস্টিক স্টাডিজ়, আর্কিটেকচার, প্ল্যানিং অ্যান্ড ডিজ়াইন; সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটিরিয়ালস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জয় চৌধুরি সফট্অয়্যার ইনোভেশন সেন্টার।
কারা ভর্তি হতে পারবেন?
ইঞ্জিনিয়ারিং, কলা, বিজ্ঞান, ফার্মাসি,আর্কিটেকচার, ডিজ়াইন, ম্যানেজমেন্ট শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা ভর্তির আবেদন করতে পারবেন। তবে, এ জন্য তাঁদের ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা গ্র্যাজুয়েশন ফার্মাসি অ্যাপটিটিউড টেস্ট (জিপ্যাট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এ ছাড়াও যাঁরা সর্বভারতীয় স্তরে স্কলারশিপ পাচ্ছেন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন দ্বারা অনুমোদিত কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রামে উত্তীর্ণ হয়েছেন, সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করছেন— তাঁরাও শর্তসাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন।
অ্যাসিস্ট্যান্টশিপ:
পিএইচডি কোর্সে ‘ফুল টাইম রেগুলার রেজিস্ট্রেশন’ করার পর পড়ুয়াদের ফ্যাকাল্টি মেম্বারদের অধীনে কাজ শেখার সুযোগ দেওয়া হবে। এ জন্য প্রতি মাসে অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতি সপ্তাহে নির্দিষ্ট বিভাগের অধীনে আট ঘণ্টা করে কাজ করতে হবে।
যোগ্যতা যাচাই:
প্রবেশিকা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। তবে, যাঁরা আইআইটি প্রতিষ্ঠান থেকে ৮ সিজিপিএ নিয়ে পাশ করেছেন, তাঁদের সরাসরি নির্দিষ্ট কোর্সে এবং টিচিং অ্যাসিস্ট্যান্টশিপের জন্য ভর্তি নেওয়া হবে। তবে, এ ক্ষেত্রে ইন্টারভিউ দিতে হতে পারে।
গুরুত্বপূর্ণ তারিখ:
৩০ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণের প্রক্রিয়া চলবে। বাছাই করা প্রার্থীদের নাম ২০ নভেম্বর জানানো হবে। ইন্টারভিউ বা প্রবেশিকা ২৪-২৮ নভেম্বরের মধ্যে হতে পারে। রেজিস্ট্রেশন ১৮ ডিসেম্বর সম্পূর্ণ হতে চলেছে। ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে ক্লাস।
ফি:
ভর্তি হওয়ার সময় ৪,৭৫০ টাকা ওয়ান টাইম ফি হিসাবে জমা দিতে হবে। ডিপোজ়িট হিসাবে ধার্য হয়েছে ৯,০০০ টাকা। ১৬,৩৫০ টাকা সেমেস্টার ফি।