কাচের পেয়ালার গায়ে নকশা তৈরির মত সূক্ষ্ম কাজ শিখতে আগ্রহী? কিংবা গেম ডিজ়াইনিং-এ কেরিয়ার গড়তে চান? এই সবই স্নাতক এবং স্নাতকোত্তর স্তর থেকেই পড়তে এবং জানতে পারবেন। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজ়াইন দেবে ভর্তি হওয়ার সুযোগ।
স্নাতক স্তরে যে সমস্ত কোর্সে ভর্তি হতে পারবেন, সেগুলি হল—
অ্যানিমেশন ফিল্ম, এক্জ়িবিশন ডিজ়াইন, ফিল্ম অ্যান্ড ভিডিয়ো কমিউনিকেশন, গ্রাফিক ডিজ়াইন, সেরামিক অ্যান্ড গ্লাস ডিজ়াইন, প্রোডাক্ট ডিজ়াইন, টেক্সটাইল। প্রতিটি কোর্সের জন্য ১৩ থেকে ২৫টি করে আসন বরাদ্দ করা হয়েছে। চার বছরের এই ডিগ্রি কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে কোনও বিভাগে দ্বাদশ উত্তীর্ণেরা ভর্তি হতে পারবেন।
আরও পড়ুন:
স্নাতকোত্তর স্তরে উল্লিখিত কোর্সের পাশাপাশি, যে সমস্ত বিষয়গুলি পড়ানো হয়, সেগুলি হল—
ফোটোগ্রাফি, টয় অ্যান্ড গেমস, ট্রান্সপোর্টেশন অ্যান্ড অটোমোবাইল, ইউনিভার্সাল ডিজ়াইন, ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজ়াইন, ডিজিটাল গেম, ইনফরমেশন ডিজ়াইন, নিউ মিডিয়া ডিজ়াইন, ইন্টার্যাকশন ডিজ়াইন, অ্যাপারেল, লাইফস্টাইল অ্যাকসেসরি, ডিজ়াইন ফর রিটেল এক্সপেরিয়েন্স, স্ট্র্যাটেজিক ডিজ়াইন ম্যানেজমেন্ট। টয় অ্যান্ড গেম কোর্সের জন্য ১২টি করে হলেও বাকি কোর্সের জন্য ১৯ টি করে আসন রাখা হয়েছে। যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর উল্লিখিত কোর্সে ভর্তি হতে পারবেন।
স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের কোর্সে ভর্তির জন্য ৩,০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি হিসাবে জমা দিতে হবে। মহিলাদের জন্য ওই ফি ২,০০০ টাকা এবং তৃতীয় লিঙ্গে প্রার্থীদের ক্ষেত্রে ৫০০ টাকা ধার্য করা হয়েছে।
ভর্তির আবেদনের পর বাছাই করা প্রার্থীদের ডিজ়াইন অ্যাপটিটিউড টেস্ট (ডিএটি) দিতে হবে। ২১ ডিসেম্বর ওই পরীক্ষা নেওয়া হবে কলকাতা-সহ একাধিক শহরে। পরীক্ষায় উত্তীর্ণেরা ইন-পার্সন অ্যাডমিশন কাউন্সেলিং-এ যোগদান করতে পারবেন।
অনলাইনে আগ্রহীরা ১ ডিসেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। তথ্য সংশোধনের জন্য ২-৪ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকবে। পরীক্ষার ফল ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট-এ।