মনোবিদ্যা, ভাষাতত্ত্ব, বায়োফিজিক্স-এর মতো একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে দিল্লি বিশ্ববিদ্যালয়। চলতি শিক্ষাবর্ষে উল্লিখিত কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, আবেদনের সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে। অনলাইনে আগ্রহীরা ২৯ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ পাবেন।
কোন কোন বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন?
মনোবিদ্যা, ভাষাতত্ত্ব, ভূগোল, সমাজবিদ্যা, অর্থনীতি, ইতিহাস, রাশিবিজ্ঞান, ফাইন আর্টস, কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স, স্পোর্টস সায়েন্স, জেনেটিক্স, রসায়ন, উদ্ভিদিবিদ্যা, নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, ইস্ট এশিয়ান স্টাডিজ়, আফ্রিকান স্টাডিজ়, সোশ্যাল ওয়ার্ক, হোম সায়েন্স, বায়োমেডিক্যাল রিসার্চ, ম্যানেজমেন্ট স্টাডিজ়, এনভায়রনমেন্টাল স্টাডিজ়, জ়ুলজি, পদার্থবিদ্যা, অ্যাস্ট্রোফিজ়িক্স, আইন, বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স-এর মতো একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ থাকছে।
আরও পড়ুন:
এ ছাড়াও সার্জারি, রেডিয়োলজি, ফিজ়িয়োলজি, প্যাথোলজি, পেডিয়াট্রিক্স, অপথ্যালমোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন, ডেন্টাল সায়েন্স, কমিউনিটি মেডিসিন, বায়োকেমিস্ট্রি, অ্যানাটমি-র মতো বিষয়েও পিএইচডি কোর্স করানো হয় দিল্লি বিশ্ববিদ্যালয়ে।
কারা আবেদন করতে পারবেন?
সিএসআইআর ইউজিসি নেট (কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়ারা পিএইচডি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাঁদের স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন।
আবেদনের গুরুত্বপূর্ণ দিন:
২৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট মারফত আবেদনপত্র জমা দেওয়া যাবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে মেধা যাচাই করে নেবেন বিশেষজ্ঞেরা। ফি হিসাবে ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। ওই টাকা ২১ নভেম্বর পর্যন্ত জমা নেওয়া হবে।