Advertisement
E-Paper

মানবাধিকার কমিশনে ইন্টার্নশিপ, বা কৃত্রিম মেধা নিয়ে প্রশিক্ষণ! শুরু কবে? কারা পাবেন সুযোগ?

অনলাইনে আগ্রহীরা আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়াও ডাকযোগ সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র পাঠানো যাবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৫:৩২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্কুল শিক্ষায় কৃত্রিম মেধার সংযোজন হয়েছে। কলেজ স্তরে ইন্টার্নশিপের উপর জোর দেওয়া হচ্ছে। জাতীয় শিক্ষানীতি ২০২০-র নিয়ম মেনেই পড়ুয়াদের পাশাপাশি, শিক্ষক-শিক্ষিকারাও যাতে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন, তার ব্যবস্থা করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষকতায় কৃত্রিম মেধা:

কৃত্রিম মেধার সংযোজন ঘটেছে পঠনপাঠনে। শিক্ষাদানের ক্ষেত্রে চলছে পরীক্ষামূলক প্রয়োগ। পাঠদানে প্রযুক্তির প্রাসঙ্গিকতা বোঝাতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রিসার্চ অ্যান্ড ট্রেনিং।

  • কোথায় হবে— অনলাইনে চলবে প্রশিক্ষণ।
  • কবে— ২৭-৩০ অক্টোবর।
  • কত দিন চলবে— চারদিন দিন।
  • কারা আবেদন করতে পারবেন— স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ভাষা ও সাহিত্য বিষয়ের শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— উল্লেখ করা হয়নি।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আইনি কারবার শেখার প্রশিক্ষণ:

বিভিন্ন রাজ্যে আইনি পরিষেবা কোথায়, কী ভাবে পাওয়া যাবে, তার সুলুকসন্ধান দিতেই বিশেষ প্রশিক্ষণের উদ্দেশ্যে ইন্টার্নশিপ করানো হবে। রিমান্ড কোর্টের কার্যপদ্ধতিও শেখাবে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস।

  • কোথায় হবে— ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস-এর বিভিন্ন দফতরে।
  • কবে— মার্চ, ২০২৫।
  • কত দিন চলবে— চার সপ্তাহ।
  • কারা আবেদন করতে পারবেন— আইন নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ৩১ জানুয়ারি, ২০২৬।

মানবাধিকার নিয়ে চর্চা:

মানবসম্পদ অধিকারের সীমা কতখানি, কোন কাজে তা লঙ্ঘন করা হয়ে থাকে— এই সমস্ত বিষয়ে ইন্টার্নশিপ করানো হবে। প্রশিক্ষণের সময় এই বিষয় নিয়ে তৈরি হওয়া চলচ্চিত্র, শিশু শ্রম সংক্রান্ত সমস্যা নিয়েও চলবে চর্চা।

  • কোথায় হবে— জাতীয় মানবাধিকার কমিশন।
  • কবে— ১৫ ডিসেম্বর, ২০২৫ থেকে ৯ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— চার সপ্তাহ।
  • কারা আবেদন করতে পারবেন— আইন, মানবাধিকার, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়া।
  • আবেদন কী ভাবে— ডাকযোগে।
  • আবেদনের শেষ দিন— ৪ নভেম্বর।

নমুনা সংগ্রহের কৌশল:

স্বাস্থ্যবিজ্ঞান এবং সমতুল বিভাগের একাধিক বিষয়ে গবেষণার জন্য কী পরিমাণ নমুনা সংগ্রহ করতে হবে, কোন কোন পদ্ধতিতে করতে হবে, তা নিয়ে দেওয়া হবে প্রশিক্ষণ।

  • কোথায় হবে— কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ-এ।
  • কবে— ২৭-২৮ নভেম্বর।
  • কত দিন চলবে— দু’দিন।
  • কারা আবেদন করতে পারবেন— স্বাস্থ্যবিজ্ঞান এবং সমতুল বিভাগের কর্মীরা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১২ নভেম্বর।

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

গবেষণাগারে বিশেষ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ:

জেনেটিক্স, নিউরোবায়োলজি, মলিকিউলার বায়োলজি-র মতো একাধিক বিষয়ে গবেষণার কাজের প্রশিক্ষণ দেবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। উল্লিখিত কর্মসূচির মাধ্যমে গবেষণাগারে বিশেষ যন্ত্র ব্যবহারের কৌশল শেখাবেন বিশেষজ্ঞেরা।

  • কোথায় হবে— বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে।
  • কবে— ১৮-২৪ জানুয়ারি, ২০২৬।
  • কত দিন চলবে— সাত দিন।
  • কারা আবেদন করতে পারবেন— জেনেটিক্স, নিউরোবায়োলজি, মলিকিউলার বায়োলজি-র শিক্ষক-শিক্ষিকারা।
  • আবেদন কী ভাবে— অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে।
  • আবেদনের শেষ দিন— ১৫ নভেম্বর।
Skill Development Programme 2025 Workshops 2025 Internship 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy