মেডিক্যাল স্নাতকোত্তরের কাউন্সেলিং-এর সূচি প্রকাশ করা হল। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েশন (নিট পিজি) কাউন্সেলিং ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছিল। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। চলতি শিক্ষাবর্ষের পঠনপাঠন আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হলেও, রাজ্যস্তরের মেডিক্যাল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি ৬ নভেম্বর থেকে কাউন্সেলিং করাতে পারবে, যা চলবে ১০ জানুয়ারি পর্যন্ত।
অল ইন্ডিয়া কোটা-র কাউন্সেলিং:
- মোট তিনটি পর্বে কাউন্সেলিং করাবে মেডিক্যাল কাউন্সেলিং কমিটি।
- অল ইন্ডিয়া কোটা, ডিমড্ এবং কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রথম পর্বের কাজ ১৭ অক্টোবর থেকে শুরু হয়েছে, যা চলবে ৮ নভেম্বর পর্যন্ত। এই পর্বে যোগ দেওয়ার শেষ দিন ১৫ নভেম্বর। রেজিস্ট্রেশন এবং চয়েস লকিং-এর জন্য ৫ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে।
- দ্বিতীয় পর্ব ১৯-২৬ নভেম্বর পর্যন্ত চলবে, যোগদানের শেষ দিন ৪ ডিসেম্বর। এই পর্বে রেজিস্ট্রেশন এবং চয়েস লকিং-এর জন্য ১৯-২৪ নভেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে।
- শেষ পর্বের কাউন্সেলিং ৮-১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে, জয়েনিং করতে হবে ২৬ ডিসেম্বরের মধ্যে। এই পর্বে রেজিস্ট্রেশন এবং চয়েস লকিং-এর জন্য ৮-১৪ ডিসেম্বর পর্যন্ত পোর্টাল চালু থাকছে। অল ইন্ডিয়া কোটার অধীনে যদি কোনও আসন খালি থেকে যায়, তার কাউন্সেলিং ৩০ ডিসেম্বর, ২০২৫ থেকে ৭ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত চলবে। জয়েনিং হবে ১৫ জানুয়ারিতে।
আরও পড়ুন:
রাজ্য স্তরের কাউন্সেলিং:
রাজ্যের মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিট পিজি উত্তীর্ণদের কাউন্সেলিং-ও তিনটি পর্বে সম্পন্ন হবে। প্রথম পর্বের কাউন্সেলিং ৬-১৫ নভেম্বর, দ্বিতীয় পর্ব ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর এবং তৃতীয় পর্বে ১৫-২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। জয়েনিং-এর তারিখ ২০ নভেম্বর, ১০ ডিসেম্বর এবং ২ জানুয়ারি, ২০২৬। এ ক্ষেত্রেও আসন খালি থাকলে তার কাউন্সেলিং ৫-১০ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করতে হবে, জয়েনিং হবে ১৫ জানুয়ারিতে। এই পর্বে রেজিস্ট্রেশন এবং চয়েস লকিং-এর জন্য ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত পোর্টাল চালু থাকছে।
সুপ্রিম কোর্টে মামলা:
চলতি বছরের ৩ অগস্ট নিট পিজি হওয়ার পর ১৯ অগস্ট পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করেই বিতর্ক শুরু হয়। অভিযোগ, প্রায় ১ লক্ষ ৩৮ হাজার পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস করা হয়েছে। পরীক্ষা পদ্ধতিতেও রয়েছে অস্বচ্ছতা, প্রকাশ করা হয়নি পরীক্ষার ‘আনসার কি’। এমনই একাধিক অভিযোগ নিয়ে মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে।