প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে কর্মখালি। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের একাধিক গবেষণা প্রকল্পে ওই পদে নিযুক্তদের কাজ করতে হবে। নিয়োগ করা হবে মোট ৮ জনকে।
কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, বায়োমেডিক্যাল, মেডিক্যাল ইলেকট্রনিক্স, ফিজ়িয়োথেরাপি, পদার্থবিদ্যা, বায়োকেমিস্ট্রি কিংবা সমতুল্য বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন।
তবে, সিভিল, এনভায়রনমেন্টাল, বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, অ্যানিমেল সায়েন্স কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
এ ছাড়াও প্রিন্সিপল প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং কিংবা টেকনোলজি শাখার কোনও বিষয়ে ডক্টরাল ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের তিন বছরের গবেষণামূলক কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।
উল্লিখিত পদে নিযুক্তরা প্রতি মাসে ২০ হাজার থেকে শুরু করে ৪৯ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। মোট এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটের তরফে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ জন্য আলাদা করে আবেদনপত্র জমা দিতে হবে। সরাসরি সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন। ১০ এবং ১১ জুলাই সকাল ৯টা থেকে পরীক্ষা এবং ইন্টারভিউ শুরু হবে। এই বিষয়ে বিশদ জানতে সংস্থার ওয়েবসাইটে (clri.org) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।