দুর্গাপুর স্টিল প্লান্টে কাজের সুযোগ। এই মর্মে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
স্টিল প্লান্টে কাজের সুযোগ মিলবে চিকিৎসক হিসেবে। মোট শূন্যপদ রয়েছে ১২টি। তাতে ৬ জন জিডিএমও এবং বাকি বিভিন্ন বিভাগে স্পেশালিস্ট নিয়োগ করা হবে। কাজের মেয়াদ হবে এক বছরের। পরে প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বৃদ্ধি করা হবে। জিডিএমও পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস ডিগ্রি থাকা চাই। প্রতি মাসে ৯০ হাজার টাকা বেতন মিলবে। বিভাগ অনুযায়ী স্পেশালিস্টের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। স্পেশালিস্ট হিসাবে এমবিবিএস ডিগ্রি-সহ পিজি ডিপ্লোমা থাকলে ১ লক্ষ ২০ হাজার টাকা বেতন পাবেন নিযুক্তরা। পিজি ডিগ্রি থাকলে বেতন হবে ১ লক্ষ ৬০ হাজার টাকা। এ ছাড়া এমসিএইচ ডিগ্রি থাকলে মাসিক বেতন হবে ২ লক্ষ ৫০ হাজার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
নিয়োগ হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। চলতি মাসে ২১ এবং ২২ তারিখে সকাল ১০টা থেকে শুরু হবে ইন্টারভিউ। তার জন্য প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে পৌঁছতে হবে প্রার্থীদের। কী কী নথি দরকার জানতে প্রথমে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখান থেকেই এই বিষয়ে সবিস্তার তথ্য এবং শর্তাবলি জানতে পারবেন আগ্রহীরা।