১০ ফেব্রুয়ারি, অর্থাৎ আর এক দিন পরেই জীবনের প্রথম বড় পরীক্ষায় বসতে চলেছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। আনন্দবাজার অনলাইনের মাধ্যমে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের অভিভাবক ও পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্তদের শেষ মুহূর্তে বিশেষ কিছু পরামর্শ দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।
১) মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষা চলাকালীন পড়ুয়ারা মনোযোগ সহকারে প্রশ্নের উত্তর লিখলে ভাল।
২) প্রশ্নপত্র পাওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ১৫ মিনিট সময় থাকবে। ওই ১৫ মিনিট খুব ভাল করে প্রশ্নপত্র পড়া উচিত।
৪) ভাল করে প্রতিটা প্রশ্ন পড়ে, নির্দেশ অনুযায়ী উত্তর লিখতে হবে।
৫) পর্ষদের নির্দেশ অনুযায়ী নিয়ম মেনে নিষিদ্ধ কিছু নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করবে না। পরীক্ষার্থীদের থেকে মোবাইল ফোন বা নিষিদ্ধ সামগ্রী মিললে পরীক্ষা বাতিলও হতে পারে।
৭) পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।
আরও পড়ুন:
৮) পরীক্ষকের পরামর্শ মতো প্রশ্নপত্রের উপরে লেখা সিরিয়াল কোড পরীক্ষার্থীরা সই করার সময় নির্দিষ্ট স্থানে লিখতে হবে। পাশাপাশি, নিজের উত্তরপত্রের উপরে লিখতে হবে সিরিয়াল কোড।
৯) পরীক্ষার প্রশ্নের প্রতি মনোযোগী হতে হবে। কতটা লিখলে বা কী ভাবে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে এই ভাবনার থেকেও প্রয়োজন প্রশ্নটা ভাল করে পড়ে কী উত্তর লিখলে ভাল হবে, তার প্রতি মনোযোগী হওয়া।
পরীক্ষায় এগিয়ে থাকা বা পিছিয়ে পড়া, এই বিষয় মাথায় না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া প্রয়োজন। সঠিক অনুশীলন অনুযায়ী যদি কেউ পরীক্ষা দেয়, তার সাফল্য সম্পর্কে আমি নিশ্চিত।