ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের জন্য গবেষণার সুযোগ রয়েছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই বিভাগের তরফে তিনজনকে নিয়োগ করা হবে।
অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ- সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট কাজের জন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতক কিংবা স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন হতে হবে।
এ ছাড়াও তাঁদের যে সমস্ত যোগ্যতা থাকা প্রয়োজন, তা হল—
১) ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
২) উল্লিখিত পরীক্ষা বাদেও কেন্দ্রীয় সরকারি বিভাগ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারা আয়োজিত সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণেরা আবেদন করতে পারবেন।
৩) উভয় ক্ষেত্রেই অ্যানালগ মিক্সড সিগন্যাল ইন্টিগ্রেটেড সার্কিট ডিজ়াইন, ডিজিটাল ডিজ়াইন নিয়ে কাজের দক্ষতা এবং পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
৪) আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া দরকার।
মোট ২৪ মাসের চুক্তিতে আগ্রহীরা গবেষণার সুযোগ পাবেন। ফেলোশিপ হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হলেও অভিজ্ঞতার নিরিখে নিযুক্তের পারিশ্রমিক এর বেশিও হতে পারে।
আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ৬ অগস্ট। আবেদনের জন্য আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে (iitkgp.ac.in) গিয়ে সমস্ত তথ্য জমা দিতে হবে। সেখানেই প্রকল্পের বিশদ জানানো হয়েছে।