কল্যাণীর রাষ্ট্রায়ত্ত সংস্থা অ্যান্ড্রু ইয়ুল অ্যান্ড কোম্পানি লিমিটেড-এ কর্মখালি। এই মর্মে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, সংস্থায় একটি বিভাগের জন্য নিয়োগ। চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য সম্প্রতি শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
কল্যাণীর সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগে অফিসার পদে নিয়োগ হবে। শূন্যপদ দু’টি। নিযুক্তদের সংস্থার কলকাতা কার্যালয়ে চা বিভাগে পোস্টিং দেওয়া হবে। সংস্থায় তাঁদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর।
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে ৩২ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬৪,৪০০ টাকা।
আরও পড়ুন:
অফিসার পদে আবেদন জানানোর জন্য প্ল্যান্টেশন ম্যানেজমেন্ট/ ইঞ্জিনিয়ারিং/ এগ্রিকালচার/ বায়োসায়েন্স/ সায়েন্স/ আর্টস/ কমার্সে স্নাতক হতে হবে। থাকতে হবে দু’বছরের পেশাগত অভিজ্ঞতা। এ ছাড়াও রয়েছে যোগ্যতার মাপকাঠি অন্য মাপকাঠিও।
আগ্রহীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনের শেষ দিন আগামী ৯ সেপ্টেম্বর। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে প্রার্থীদের।