হুগলি জেলার ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট এবং ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল’-এর তরফে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন পদে নিয়োগ:
ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ চারটি।
যোগ্যতা কী প্রয়োজন:
শুধুমাত্র অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রেও কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রুরাল ডেভেলপমেন্ট/সোশ্যাল ওয়ার্ক/সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিভাগে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কম্পিউটারের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে জানতে হবে। প্রার্থীর বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
বেতন কত:
সংশ্লিষ্ট বিভাগে ১০ বছরের অভিজ্ঞতা থাকলে দৈনিক ২২০০ টাকা করে দেওয়া হবে। ছ’বছরের অভিজ্ঞতা থাকলে মিলবে ১৫০০ টাকা এবং তিন বছরের অভিজ্ঞতা থাকলে ১২০০ টাকা করে দৈনিক বেতন দেওয়া হবে।
আবেদন করবেন কী ভাবে?
হুগলি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে (hooghly.nic.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে হুগলি জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখুন।