ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায় কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের আর্থ সায়েন্সেস বিভাগের একটি গবেষণা প্রকল্পে এক জন জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে ওই প্রকল্পে কাজ চলবে।
সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকারের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (এসইআরবি)-র তরফে আর্থিক অনুদান দেওয়া হবে। জুনিয়র রিসার্চ ফেলোর জন্য প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। শূন্যপদ একটি।
আরও পড়ুন:
-
কেন্দ্র অধীনস্থ প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করতে চান? স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা পাবেন সুযোগ
-
কেন্দ্রীয় অর্থপুষ্ট প্রকল্পে কর্মখালি, গবেষক নিয়োগ করবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
-
রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন যাদবপুরের কেন্দ্রীয় সংস্থায়, কী ভাবে আবেদন করবেন?
-
রাতের আকাশে ছয় গ্রহের সহাবস্থান! মহাজাগতিক মহালগ্ন নিয়ে বিশেষ আলোচনায় বিআইটিএম
জিয়োলজি, অ্যাপ্লায়েড জিয়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। তবে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট)-এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে।
সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ১৫ ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র পাঠাতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।