Advertisement
০৩ নভেম্বর ২০২৪
ICAR CIFRI Recruitment 2024

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউটে কর্মখালি, জেনে নিন আবেদনের শর্তাবলি

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের ব্যারাকপুর কার্যালয়ে চুক্তির ভিত্তিতে ইয়ং প্রফেশনাল নিয়োগ করা হবে।

Central Inland Fisheries Research Institute.

সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৪ ১৬:১৪
Share: Save:

ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের দু’ টি কার্যালয়ে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ইন্টারভিউয়ের মাধ্যমে ইয়ং প্রফেশনাল পদের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। সংশ্লিষ্ট কাজের জন্য তিন জনকে বেছে নেওয়া হবে।

কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আঞ্চলিক কার্যালয়ের নাম সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ় রিসার্চ ইনস্টিটিউট। ওই কার্যালয়ের একটি গবেষণা প্রকল্পের জন্য ইয়ং প্রফেশনাল প্রয়োজন। প্রকল্পের নাম, ‘স্টাডি অন এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অফ কেজ কালচার ইন ইনল্যান্ড ওপেন ওয়াটার্স বিফোর ব্রিংগ্রিং কেজ কালচার আন্ডার কনসেন্ট মেকানিজ়ম।’

সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য প্রাণিবিদ্যা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের বেছে নেওয়া হবে। তাঁদের স্পেশালাইজ়েশন সাবজেক্ট হিসাবে ফিশারিজ় থাকতে হবে। পদপ্রার্থীদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। নিযুক্তদের এক জনকে ব্যারাকপুরের এবং বাকি দু’জনকে বরোদার দফতরে কাজ করতে হবে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, মোট এক বছরের জন্য চুক্তির ভিত্তিতে উল্লিখিত পদে কাজ করতে হবে। আগ্রহীরা ইমেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ব্যারাকপুরের পদের জন্য আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা, জীবনপঞ্জির মত গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়ার শেষ দিন ৩০ অক্টোবর। যাঁরা বরোদার পদে কাজ করতে আগ্রহী, তাঁদের ৮ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিতে হবে।

বাছাই করা প্রার্থীদের ব্যারাকপুরের কার্যালয়ে ইন্টারভিউ দিতে আসতে হবে ২ নভেম্বর এবং বরোদার কার্যালয়ে ইন্টারভিউ হবে ১২ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE