কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীন সংস্থায় পেতে পারেন কাজের সুযোগ। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে। শূন্যপদ ৬৭।
ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন কিংবা সমতুল বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্ত।
আরও পড়ুন:
ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের বয়স ৪০ বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে নিযুক্তদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রাথমিক পর্যায়ে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের প্রতি মাসে ৪০ হাজার থেকে ৬০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ছাড়াও তাঁদের জন্য অতিরিক্ত ভাতা হিসাবে ১২ হাজার থেকে ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ফিল্ড অপারেশন ইঞ্জিনিয়ারদের বয়স ৪০ বছর এবং প্রজেক্ট ইঞ্জিনিয়ারের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে। উল্লিখিত পদে কাজ করতে আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও। আবেদনমূল্য ৪০০ থেকে ৪৫০ টাকা। যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। আবেদনের শেষ দিন ১৭ সেপ্টেম্বর।