জেনারেল মেডিসিন নিয়ে উচ্চশিক্ষা লাভ করেছেন? তা হলে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে কাজের সুযোগ মিলতে পারে। ওই হাসপাতালের ডিপার্টমেন্ট অফ ইনফেকশাস ডিজ়িজ় অ্যান্ড অ্যাডভান্সড মাইক্রোবায়োলজিতে নন-বন্ডেড সিনিয়র রেসিডেন্ট প্রয়োজন। ওই পদে দু’জনকে নিয়োগ করা হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
আবেদনের শর্তাবলি:
জেনারেল মেডিসিনে ডক্টর অফ মেডিসিন (এমডি) থাকা প্রয়োজন। এ ছাড়াও পিডিয়াট্রিক্স, ট্রপিক্যাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন, জেরিয়াট্রিক মেডিসিন, মাইক্রোবায়োলজি বিষয়ে এমডি করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন। তবে, ইনফেকশাস ডিজ়িজ় অর্থাৎ রোগ সংক্রমণ সংক্রান্ত বিষয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
বয়স, বেতন এবং চুক্তির মেয়াদ:
- আগ্রহীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
- নিযুক্ত ব্যক্তিকে ৮৫ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে ইনফেকশাস ডিজ়িজ় বিষয়ে ডক্টরেট অফ মেডিসিন (ডিএম) থাকলে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়ার সুযোগ রয়েছে।
- মোট এক বছরের চুক্তিতে কাজ চলবে। ওই মেয়াদ বৃদ্ধি করা হবে কী না, সেই সম্পর্কে কোনও তথ্য হাসপাতালের তরফে জানানো হয়নি।
যোগ্যতা যাচাই:
ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ৩০ অগস্ট সকাল ১০ টা থেকে বেলা ১১টার মধ্যে হাসপাতালে উপস্থিত থেকে ইন্টারভিউয়ের জন্য নাম নথিভুক্ত করে নিতে হবে। ওই দিন আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে রাখা প্রয়োজন।