শিবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি-তে (আইআইইএসটি) রয়েছে চাকরির সুযোগ। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য প্রার্থীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
প্রতিষ্ঠানে প্রফেশনাল ট্রেনি নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি। সর্বাধিক ১৫ মাস পর্যন্ত নির্দিষ্ট পদে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের পারিশ্রমিক হবে মাসে ২০,০০০ টাকা।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ২৫ বছরের মধ্যে হওয়া জরুরি। একই সঙ্গে তাঁদের স্নাতক যোগ্যতা থাকা প্রয়োজন। এ ছাড়া, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে ইন্টারমিডিয়েট লেভেল সার্টিফিকেট অথবা ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া প্রদত্ত রেজিস্ট্রেশন থাকাও দরকার।
প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আগামী ৮ অক্টোবর আবেদনের শেষ দিন। এর পর স্ক্রিনিং টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা যাবে।