হলদিয়া এবং কলকাতায় কাজের সুযোগ দিচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পোর্টের তরফে। জানানো হয়েছে, পোর্টে ক্লাস-১ ক্যাটাগরির বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এ জন্য চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পোর্টের হলদিয়া ডক কমপ্লেক্স এবং কলকাতা ডক সিস্টেমের জন্য এই নিয়োগ। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ডেপুটি মেটিরিয়ালস ম্যানেজার পদে। শূন্যপদ ৮টি। নিযুক্তদের পোর্টের প্ল্যানিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিন্যান্স, সেফটি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং মেটিরিয়ালস ম্যানেজমেন্ট বিভাগে কাজের সুযোগ মিলবে।
সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকা।
আরও পড়ুন:
ডেপুটি মেটিরিয়ালস ম্যানেজমেন্ট পদে আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়গুলিতে স্নাতকোত্তর এবং দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার। একই ভাবে বাকি পদগুলির জন্যও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
বিভিন্ন পদের জন্য অনলাইন পরীক্ষা, নথি যাচাইকরণ এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে পারবেন। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিত এবং অসংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ১০০ এবং ৫০০ টাকা। আগামী ২৪ অক্টোবর আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে পোর্টের ওয়েবসাইট দেখে নিতে হবে।