ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) ভুবনেশ্বরে কর্মখালি। প্রতিষ্ঠানের স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচারের গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে। চুক্তির ভিত্তিতে ওই কাজের জন্য় একটি পদ খালি রয়েছে।
সংশ্লিষ্ট কাজের জন্য স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লায়েড মেকানিক্স, এরোস্পেস স্ট্রাকচারস, মেকানিক্যাল ডিজ়াইন বিষয়ের মধ্যে যে কোনও একটিতে মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
-
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে কর্মখালি, সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী প্রয়োজন
-
শিক্ষানবিশ হিসাবে প্রশিক্ষণের সুযোগ, বিজ্ঞপ্তি প্রকাশ করল সিএসআইআর অধীনস্থ সংস্থা
-
কর্মক্ষেত্রে নতুন? কী কী বিষয় মাথায় রাখবেন? একাধিক পরামর্শ বিশেষজ্ঞের
-
কেন্দ্রীয় সংস্থায় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আবেদনের শেষ দিন কবে?
তবে কত দিনের চুক্তিতে নিযুক্ত ব্যক্তিকে কাজ করতে হবে, সেই বিষয়ে কোনও তথ্য প্রতিষ্ঠানের তরফে জানানো হয়নি। নিযুক্ত ব্যক্তির প্রতি মাসের পারিশ্রমিক ৩৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। ১৫ নভেম্বর পর্যন্ত আবেদনপত্র পাঠানো যাবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।