কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা কাজের সুযোগ পেতে পারেন ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতায়। ওই সংস্থার তরফে প্রজেক্ট কম্পিউটার প্রোগ্রামার পদের জন্য এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
এ ক্ষেত্রে স্নাতকদের পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গোয়েজ জানা প্রয়োজন। এ ছাড়াও বুটস্ট্র্যাপ, মাই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গোয়েজ নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকাও আবশ্যক। কারণ নিযুক্তদের এন্টারপ্রাইজ় রিসোর্স প্ল্যানিং (ইআরপি) কমিটিতে কাজ করতে হবে।
আরও পড়ুন:
কাজের জন্য অনূর্ধ্ব ৪৫ বছর বয়সিদের নিয়োগ করা হবে। প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩৫ হাজার থেকে ৫৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন।
অনলাইনে আগ্রহীরা আবেদন জানাতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ অগস্ট। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে আইআইএসইআর, কলকাতার ওয়েবসাইটে (iiserkol.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।