ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটিতে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। সংশ্লিষ্ট প্রকল্পে কাজের জন্য এক জনকে নিয়োগ করা হবে। এই বিষয়ে প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, উল্লিখিত কাজের জন্য ম্যাথমেটিক্যাল সায়েন্স, উদ্ভিদবিদ্যা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
একই সঙ্গে প্রার্থীর ম্যাথমেটিক্যাল মডেলিং অফ ফ্লো নিয়ে কাজের দক্ষতা থাকতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ভাতা-সহ বেতন বাবদ ৪৪,১৭০ টাকা বরাদ্দ করা হয়েছে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তি অনুযায়ী,ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। তবে, এর জন্য আলাদা করে আবেদনপত্র পাঠানো প্রয়োজন।
আগ্রহীরা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ইমেল মারফত আবেদন পাঠাতে পারবেন। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।