কেন্দ্রীয় মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিদের ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনে কাজ করতে হবে। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিগ্যাল কনসালট্যান্ট পদে কর্মী প্রয়োজন। ওই কাজে তিন জনকে নিয়োগ করা হবে। তবে এই সংখ্যা বদলাতে পারে।
আগ্রহী প্রার্থীদের আইনে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হতে হবে। একইসঙ্গে বার কাউন্সিলে তাঁদের নাম নথিভুক্ত থাকা প্রয়োজন। পাশাপাশি, আবেদনকারীদের কোনও আদালতে কাজের অভিজ্ঞতা থাকাও বাঞ্ছনীয়।
আরও পড়ুন:
লিগ্যাল কনসালট্যান্ট পদে নিযুক্তদের প্রতি মাসে ৬০ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। উল্লিখিত পদে ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। কাজের ভিত্তিতে পরবর্তীকালে এই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, আবেদনের ভিত্তিতে পদসংখ্যা নির্ধারিত হবে। ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টার আগে প্রতিষ্ঠানের দিল্লির দফতরে ইন্টারভিউ নেওয়া হবে। ওই দিন আবেদনপত্র-সহ সমস্ত নথি সঙ্গে নিয়ে উপস্থিত থাকা প্রয়োজন। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে নজর রাখতে পারেন।