ওয়েস্ট বেঙ্গল ভ্যালুয়েশন বোর্ডে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট বিভাগের নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ভ্যালুয়েশন অফিসার এবং ফিল্ড অফিসার পদে চার জনকে নিয়োগ করা হবে।
উল্লিখিত পদে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা সম্পূর্ণ করেছেন এবং সদ্যই রাজ্য সরকারি দফতর থেকে অবসর গ্রহণ করেছেন, এমন কর্মীদের নিয়োগ করা হবে। এই পদে অনূর্ধ্ব ৬২ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
নিযুক্তদের এক বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। তবে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। ভ্যালুয়েশন অফিসারদের প্রতি মাসে ১৫,০০০ টাকা এবং ফিল্ড অফিসারদের ১২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত আনুষঙ্গিক নথি নিয়ে প্রার্থীদের উপস্থিত থাকা প্রয়োজন। ইন্টারভিউ হবে ১৮ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টা থেকে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।