কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজ়ামিনেশন (সিআইএসসিই)-এ কর্মখালি। সংশ্লিষ্ট বোর্ডের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে কর্মী নিয়োগের বিশদ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। তবে ক'টি শূন্যপদ রয়েছে, সেই সম্পর্কে কোনও তথ্য যদিও বিজ্ঞপ্তিতে দেওয়া হয়নি।
যে কোনও শাখায় স্নাতক ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে স্নাতক হওয়ার পর ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
প্রার্থীদের হিন্দি এবং ইংরেজিতে সাবলীল এবং কম্পিউটার ব্যবহার করে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্তদের জন্য বিভন্ন ভাতা ও বেতন বাবদ প্রতি মাসে ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
প্রার্থীদের অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে। এ ছাড়াও ডাকযোগে আবেদনপত্র গ্রহণ করা হবে। আবেদনের শেষ দিন ২১ ফেব্রুয়ারি। বাছাই করা প্রার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।