মাধ্যমিকের পর আর্ট অ্যান্ড ক্রাফ্ট নিয়ে পড়তে আগ্রহীদের বিশেষ কোর্স করার সুযোগ। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ কন্টিনিউয়িং অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশন (সিসিএই)-এর তরফে তিন মাসের একটি সার্টিফিকেট কোর্স করানো হবে।
এ ছাড়াও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের ফান্ডামেন্টাল অ্যান্ড অ্যাপ্লায়েড বায়োটেকনোলজি, সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার ল এবং স্নাতকদের জন্য আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ফর অল: চ্যাট জিপিটি বিষয়ে কোর্স করানো হবে। এই কোর্সগুলি তিন মাস থেকে এক বছর পর্যন্ত চলবে।
আরও পড়ুন:
এই কোর্সগুলি ক্লাস সপ্তাহে দু’দিন থেকে তিন দিন করে করানো হবে। ক্লাস করাবেন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বাররা। কোর্স ফি হিসাবে জমা দিতে হবে ৩,০০০ টাকা থেকে ১১,০০০ টাকা। কোর্সটি করতে আগ্রহীদের ২০০ টাকা জমা দিয়ে একটি ফর্ম পূরণ করে আবেদন জানাতে হবে।
এ ক্ষেত্রে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ভর্তি নেওয়া হবে। ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদন ৩ মার্চ পর্যন্ত গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।