বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজ়িয়ামে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, অফিস অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র স্টেনোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে।
টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স বিষয়ে ডিপ্লোমা কোর্স করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। প্রতি মাসে বেতন হিসাবে দেওয়া হবে ৫৮,৯৪৪ টাকা।
টেকনিশিয়ান পদে বিভিন্ন ট্রেডে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই) উত্তীর্ণদের নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে বেতন হিসাবে ৩৩,৮১৪ টাকা থেকে ৩৮,৪৮৩ টাকা বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। প্রার্থীদের প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকা প্রয়োজন। নিযুক্তদের প্রতি মাসের বেতন হবে ৩৮,৪৮৩ টাকা।
জুনিয়র স্টেনোগ্রাফার হিসাবে প্রতি মিনিটে ৮০টি শব্দ শর্টহ্যান্ড লিখতে পারেন, এমন দ্বাদশ উত্তীর্ণদের নিয়োগ করা হবে। নিযুক্তদের জন্য প্রতি মাসে ৫২,১৭৩ টাকা বেতন বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনমূল্য ৮৮৫ টাকা। আবেদনের শেষ দিন ১২ মার্চ। কী কী নথি জমা দিতে হবে, তা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।