রাজ্যের সরকারি হাসপাতালে কর্মখালি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হাউস স্টাফ পদে কর্মী নিয়োগ করা হবে। তবে ওই পদে কত জনকে নিয়োগ করা হবে, কত পারিশ্রমিক দেওয়া হবে, এই বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে কোনও তথ্য জানানো হয়নি।
উল্লিখিত পদে ব্যাচেলর অফ মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি অর্জন করেছেন এবং চলতি বছরই ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, এমন প্রার্থীদের নিয়োগ করা হবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
এ ক্ষেত্রে ২০২৫-এর আগে যাঁরা ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, তাঁরাও কাজের সুযোগ পাবেন। নিযুক্তদের হাসপাতালের বিভিন্ন বিভাগে কাজ করতে হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে পদপ্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে প্রকাশিত একটি ফর্ম পূরণ করে তা ইন্টারভিউয়ের দিন সঙ্গে রাখা প্রয়োজন।
২১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার আগে হাসপাতালে পৌঁছে ওই ফর্মটি জমা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এ বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।