ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচারস কর্পোরেশন লিমিটেডে কর্মখালি। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কোম্পানি সেক্রেটারি কাম কম্পাইলেন্স অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
দি ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া থেকে স্নাতক ব্যক্তিকে সংশ্লিষ্ট পদের জন্য বেছে নেওয়া হবে। প্রার্থীর ন্যূনতম তিন বছর কোনও সরকারি কিংবা সরকার অধীনস্থ সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। মোট এক বছরের চুক্তিতে চলবে কাজ। পরে কাজের চাহিদা অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আবেদনকারীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। আবেদনের শেষ দিন ১৯ ফেব্রুয়ারি। ডাকযোগে অথবা ইমেল মারফত আবেদন গ্রহণ করা হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।