৯৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে কেন্দ্রীয় সরকার অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)। সম্প্রতি এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার্স পদে নিয়োগ করা হবে কর্মী। বেতনক্রম প্রতি মাসে ৪০ হাজার থেকে ১ লক্ষ ৪০ হাজার টাকা। কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এবং আরও পদ্ধতির দ্বারা বাছাই করা হবে প্রার্থী। আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। সংশ্লিষ্ট বিভাগে দু’বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। বিজ্ঞপ্তিতে ধার্য করা আবেদনমূল্যও জমা দিতে হবে প্রার্থীকে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মার্চ। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।