রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এমনটা জানিয়ে সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তা অনুযায়ী, পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে অভিজ্ঞ পেশাদারদের কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। যা শুরু হচ্ছে সোমবার থেকেই।
সংস্থায় নিয়োগ হবে জুনিয়র অপারেটর পদে। মোট শূন্যপদের সংখ্যা ২১৫। আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। গ্রেড ১-এর এই পদে নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ২৩,০০০-৭৮,০০০ টাকা। নিযুক্তদের পোস্টিং হবে পশ্চিমবঙ্গ, হরিয়ানা, হিমাচল প্রদেশ, লাদাখ, অসম, উত্তর প্রদেশ, বিহার, ছত্তীসগঢ়-সহ অন্যান্য রাজ্যে।
আরও পড়ুন:
জুনিয়র অপারেটর পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন বা ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইটিআই উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি এক বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদে কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং স্কিল/ প্রফিশিয়েন্সি/ ফিজ়িক্যাল টেস্টের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পাশাপাশি, শারীরিক সক্ষমতার পরীক্ষাও নেওয়া হবে।
আরও পড়ুন:
চাকরিপ্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের আবেদনমূল্য জমা দিতে হবে ৩০০ টাকা। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ২৩ ফেব্রুয়ারি। এর পরে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সিবিটি-র আয়োজন করা হবে এপ্রিল মাসে। এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।