চলতি বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড বিলি শুরু করল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে দু’টি পরীক্ষারই অ্যাডমিট কার্ড মিলছে। যেখান থেকে স্কুলগুলি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।
পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য স্কুলগুলিকে প্রথমে সিবিএসই-র ওয়েবসাইট https://www.cbse.gov.in/ -এ যেতে হবে। এর পর সেখানে উল্লিখিত ‘পরীক্ষা সঙ্গম’ পোর্টালে গিয়ে ‘সেন্টার মেটিরিয়াল, অ্যাডমিট কার্ড’ লেখা অংশে ক্লিক করে সমস্ত তথ্য জোগাড় করতে পারবে স্কুলগুলি। তার পর লগ ইন আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে স্কুলগুলি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করতে পারবে। পরীক্ষার্থীদের তা সংগ্রহ করতে হবে স্কুল থেকে।
এ বছর সিবিএসই-র দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি থেকে। দশম শ্রেণির পরীক্ষা চলবে ১৮ মার্চ পর্যন্ত। অন্য দিকে, দ্বাদশের পরীক্ষা শেষ ৪ এপ্রিল। উভয় ক্ষেত্রেই পরীক্ষা শুরু সকাল সাড়ে ১০টা থেকে। উল্লেখ্য, দেশ এবং বিদেশের সিবিএসই অধীনস্থ স্কুলগুলি থেকে প্রায় ৪৪ লক্ষ পরীক্ষার্থী দশম এবং দ্বাদশের পরীক্ষা দেবে।