রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক (আইওবি)-এ কর্মী নিয়োগ। এই মর্মে ব্যাঙ্কের ওয়েবসাইটে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
অভ্যন্তরীণ ন্যায়পাল নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। প্রতি মাসে এক লক্ষ টাকা বেতন দেওয়া হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ১ জুলাই ’২৫ অনুযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে কেন্দ্রীয় সরকার অধীনস্থ ব্যাঙ্কে জেনারেল ম্যানেজার পদে কর্মরত হতে হবে। ওই পদে কাজ করে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২১ জুলাই আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখতে পারেন।