ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমইআর), কলকাতা-র একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠানের ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টারসে ল্যাবরেটরি টেকনিশিয়ান প্রয়োজন। শূন্যপদ একটি।
মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা উল্লিখিত বিভাগে কাজের জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও উল্লিখিত বিষয়ে ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
প্রার্থীর উল্লিখিত পদে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। তাঁদের বয়স ৬০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নিযুক্তের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ২১ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
ডাকযোগে কিংবা সশরীরে আইপিজিএমইআর, কলকাতায় উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৭ মে। বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এই মর্মে আরও তথ্য জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।