বিজয় হজারে ট্রফির সেমিফাইনালে উঠল বিদর্ভ এবং পঞ্জাব। ছিটকে গেল দিল্লি এবং মধ্যপ্রদেশ। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে বিদর্ভ ৭৬ রানে হারাল দিল্লিকে। অন্য ম্যাচে মধ্যপ্রদেশকে ১৮৩ রানে হারাল পঞ্জাব।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক ইশান্ত শর্মা। প্রথমে ব্যাট করে বিদর্ভ করে ৯ উইকেটে ৩০০। ওপেনার অথর্ব তাইদে করেন ৬২। বিদর্ভের পক্ষে সর্বোচ্চ রান যশ রাঠোরের ৭৩ বলে ৮৬। ৮টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। এ ছাড়া ৪৯ রান করেন ধ্রুব শোরে। দিল্লির হয়ে নীতীশ রানা ১৯ রানে ২ উইকেট নিয়েছেন। ৪৭ রানে ২ উইকেট ইশান্তের। ৫৯ রানে ২ উইকেট প্রিন্স যাদবের। ৬৮ রানে ২ উইকেট নবদীপ সাইনির।
জবাবে ৪৫.১ ওভারে ২২৪ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। সর্বোচ্চ অনুজ রাওয়াতের ৯৮ বলে ৬৬। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়েছেন ইশান্তেরা। বিদর্ভের সফলতম বোলার নচিকেত ভুতে ৫১ রানে ৪ উইকেট নিয়েছেন। ৩৬ রানে ৩ উইকেট হর্ষ দুবের। ৫৪ রানে ২ উইকেট প্রফুল হিঙ্গের।
অন্য ম্যাচে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে পঞ্জাব করে ৬ উইকেটে ৩৪৫। সর্বো্চ্চ অধিনায়ক প্রভশিমরন সিংহের ৮৬ বলে ৮৮। ১০টি চার এবং ২টি ছক্কা মারেন তিনি। এ ছাড়া অনমোলপ্রীত সিংহ ৭০, নেহাল ওয়াধেরা ৫৬ এবং হরনুর সিংহ ৫১ রান করেন। মধ্যপ্রদেশের সফলতম বোলার বেঙ্কটেশ আয়ার ৬০ রানে ২ উইকেট নিয়েছেন। ৬১ রানে ২ উইকেট ত্রিপুরেশ সিংহের।
আরও পড়ুন:
জবাবে ৩১.২ ওভারে ১৬২ রানে শেষ হয়ে যায় মধ্যপ্রদেশের ইনিংস। সর্বোচ্চ রজত পাটিদারের ৪০ বলে ৩৮। এ ছাড়া বলার মতো রান ত্রিপুরেশের ৩০ বলে ৩১। পঞ্জাবের সনবীর সিংহ ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৩ রানে ২ উইকেট রমনদীপ সিংহের। ২৭ রানে ২ উইকেট গুরনুর ব্রারের। ২৮ রানে ২ উইকেট কৃষ ভগতের।