Advertisement
E-Paper

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন বিতর্ক! ভারতের ভিসা পেলেন না পাক বংশোদ্ভূত ক্রিকেটার আলি খান

আলি ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি দোকানে বসে খাচ্ছেন। ছবির উপরে লেখা, ‘ভারত ভিসা দিল না।’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৯:০৫
Pakistan born American cricketer Ali Khan

পাক বংশোদ্ভূত ক্রিকেটার আলি খান। ছবি: এক্স।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন বিতর্ক। বাংলাদেশের পর সমস্যা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আলি খানকে নিয়ে। তিনি আমেরিকার হয়ে খেলেন। কিন্তু বিশ্বকাপে ভারতে খেলতে আসার তাঁর ভিসার আবেদন খারিজ করে দিল ভারত সরকার।

আলি নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন এই জোরে বোলার। সেখানে দেখা যাচ্ছে, তিনি একটি দোকানে বসে খাচ্ছেন। ছবির উপরে লেখা, ‘ভারত ভিসা দিল না, কিন্তু জেতার জন্য কেএফসি।’

কেন আলির ভিসার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, তা নিয়ে ভারত সরকার কিছু জানায়নি। আইসিসির পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশের অ্যাটক শহরে জন্ম আলির। আমেরিকার হয়ে ১৫টি এক দিনের ম্যাচ এবং ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মোট ৪৯টি উইকেট রয়েছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও তিনি ছিলেন। গ্রুপ পর্বে ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ঋষভ পন্থ এবং ফখর জমানের উইকেট নিয়েছিলেন।

বিশ্বকাপের জন্য আমেরিকা এখনও দল ঘোষণা করেনি। কিন্তু দলে সুযোগ পেতে পারেন উইকেট রক্ষক সায়ন জাহাঙ্গির, বোলার এহসান আদিল ও মহম্মদ মহসিন। তাঁদের ভিসা দেওয়া হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা। ৭ ফেব্রুয়ারি তারা ভারতের বিরুদ্ধেই মুম্বইয়ে প্রথম ম্যাচ খেলবে। এর পর তাদের ম্যাচ নেদারল্যান্ডস ও নামিবিয়ার বিরুদ্ধে।

নিয়ম অনুযায়ী প্রথম বার ভিসার আবেদন খারিজ হলে দ্বিতীয় বার আবেদনের সুযোগ থাকে। আলির দ্বিতীয় আবেদনও খারিজ হয়ে গিয়েছে কি না, জানা যায়নি। খারিজ হয়ে গেলে তিনি ডোনাল্ড ট্রাম্প সরকারের সাহায্য নিতে পারেন। আমেরিকা সরকার প্রয়োজন মনে করলে হস্তক্ষেপ করতে পারে।

Ali Khan USA Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy