কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে কর্মখালি। এই মর্মে সংস্থার ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থার ফিন্যান্স বিভাগে কর্মী নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীদের এর জন্য শুধুমাত্র অফলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
সংস্থায় নিয়োগ হবে ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে। মোট শূন্যপদ পাঁচটি। নিযুক্তদের দেশে বা বিদেশে সংস্থার অফিসে কাজের সুযোগ মিলবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ধার্য করা হয়েছে যথাক্রমে ৪১, ৩৭ এবং ৩৩ বছর। বয়সের ছাড় থাকবে সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য।
আরও পড়ুন:
ডেপুটি জেনারেল ম্যানেজার, ম্যানেজার এবং ডেপুটি ম্যানেজার পদে নিযুক্তদের বেতনক্রম হবে যথাক্রমে মাসে ৭০,০০০-২,০০,০০০ টাকা, ৬০,০০০-১,৮০,০০০ টাকা এবং ৫০,০০০-১,৬০,০০০ টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগসুবিধাও মিলবে।
ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট যোগ্যতাসম্পন্ন হতে হবে। পাশাপাশি, ন’বছরের পেশাদারি অভিজ্ঞতা থাকাও জরুরি। অন্য পদগুলির জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ৭ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে উভয় পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে পারেন।