চলতি বছরের জানুয়ারি পর্বের জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন- এর ফল প্রকাশ করল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা বা এনটিএ। পরীক্ষা শেষের ১২ দিনের মাথায় প্রকাশিত ফলাফল। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে তাঁদের ফলাফল দেখতে পারবেন।
এ বছর জেইই মেন-এর জানুয়ারি পর্ব বা প্রথম পর্বের পরীক্ষা হয়েছিল ২২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১৩ লক্ষ। উত্তীর্ণদের মধ্যে মেয়েদের থেকে ছেলেদের সংখ্যা বেশি। পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নিয়ে উত্তীর্ণ হয়েছেন মোট ১৪ জন। যার মধ্যে ১৩ জন ছেলে এবং ১ জন মেয়ে। ৯০ পার্সেন্টাইলের বেশি নম্বর পেয়েছেন ৪৪ জন পরীক্ষার্থী।
আরও পড়ুন:
পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইট jeemain.nta.nic.in, https://cnr.nic.in এবং https://examinationservices.nic.in এ গিয়ে ফলাফল দেখা যাচ্ছে। পরীক্ষার্থীরা সেখানে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে তাঁদের ‘স্কোরকার্ড’ দেখতে পারবেন।
প্রসঙ্গত, প্রতি বছর দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক, বিআর্ক, বিপ্ল্যানিং ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগজ়াম (জেইই) মেন-এর আয়োজন করা হয়। দু’টি পর্বে জেইই মেন-এর আয়োজন করে এনটিএ। এ বছর জানুয়ারিতে প্রথম পর্বের পরে এপ্রিলে দ্বিতীয় পর্বের পরীক্ষার আয়োজন করা হবে।