ন্যাশনাল টেস্ট হাউস (এনটিএইচ)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, সংস্থায় চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। কলকাতা-সহ দেশের অন্যান্য শহরে নিযুক্তদের কাজের সুযোগ মিলবে। আগ্রহীরা এর জন্য অনলাইন বা অফলাইনে আবেদন জানাতে পারবেন।
সংস্থায় জুনিয়র ইয়ং প্রফেশনাল পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে ন’টি। তাঁদের সংস্থার টেকনিক্যাল ড্রোন, টেকনিক্যাল সিভিল, টেকনিক্যাল আরপিপিটি, ম্যানেজমেন্ট-সহ অন্যান্য ক্ষেত্রে কাজের সুযোগ মিলবে। নিযুক্তদের পোস্টিং হবে কলকাতা, মুম্বই, চেন্নাই, জয়পুর এবং গাজিয়াবাদ শহরে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। সংরক্ষিতদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর তাঁদের কাজের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়িয়ে চার বছর পর্যন্ত করা হতে পারে। প্রথম এক বছরে নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৪০,০০০ টাকা। এর পর কাজের মেয়াদ বাড়লে পারিশ্রমিকের পরিমাণও প্রতি বছর ৫,০০০ টাকা করে বাড়ানো হবে।
আরও পড়ুন:
টেকনিক্যাল সিভিল ক্ষেত্রে জুনিয়র ইয়ং প্রফেশনাল পদে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক থাকতে হবে। পাশাপাশি প্রয়োজন ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতার। একই ভাবে অন্য ক্ষেত্রে কাজের জন্য যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা বা মেল আইডিতে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২২ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।