কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ফিজ়িক্স (ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং)-এ পিএইচডি-র সুযোগ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, এর জন্য আগ্রহীদের অফলাইনে আবেদন জানাতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু সোমবার থেকে।
বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজেস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অ্যাপ্লায়েড ফিজ়িক্স বিভাগের তরফে এই ভর্তি প্রক্রিয়ার আয়োজন করা হবে। সংশ্লিষ্ট বিভাগে পিএইচডি-র জন্য মোট দু’টি শূন্য আসন রয়েছে।
আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সম্পর্কিত বিষয়ে স্নাতকোত্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে নম্বরের ছাড় থাকবে। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
পিএইচডি-তে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে লিখিত পরীক্ষা, প্রেজ়েন্টেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। লিখিত পরীক্ষা চলবে এক ঘণ্টা ধরে। পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হলে তবেই পরবর্তী রাউন্ডগুলির জন্য প্রার্থীদের ডাকা হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনমূল্যের পরিমাণ ১০০ টাকা। যা জমা দিতে হবে অনলাইনে। আগামী ৩ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের আয়োজন করা হবে যথাক্রমে ১২ এবং ২৪ মার্চ। চূড়ান্ত ফল প্রকাশিত হবে ২৮ মার্চ। এই বিষয়ে বাকি তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।