চলতি বছরের ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট আন্ডারগ্র্যাজুয়েট (নিট ইউজি)-এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। মেডিক্যালের স্নাতক পাঠক্রমে ভর্তির এই যোগ্যতা নির্ণায়ক পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়াও শুরু করা হয়েছে এনটিএ-র তরফে। সম্প্রতি পরীক্ষার জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য।
বিজ্ঞপ্তিতে প্রকাশ, এ বছর ৪ মে দেশ জুড়ে নিট ইউজি-র আয়োজন করবে এনটিএ। পরীক্ষা শুরু দুপুর ২টোয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার্থীরা ইংরেজি, বাংলা, হিন্দি-সহ মোট ১৩টি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশ করা হবে ১৪ জুন। পরীক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইট neet.nta.nic.in -এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদনের শেষ দিন ৭ মার্চ। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ৯ থেকে ১১ মার্চের মধ্যে।
আরও পড়ুন:
এর আগে জানুয়ারি মাসে নিট ইউজি-র পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)। জানানো হয়েছিল, এ বার নিট ইউজি-র আয়োজন করা হবে এক দিনে, একটিই মাত্র শিফট বা পর্বে। পরীক্ষা হবে অফলাইনে ‘পেন অ্যান্ড পেপার ফরম্যাট’-এ অর্থাৎ লিখিত ভাবে। প্রশ্নের উত্তর দিতে হবে ‘ওএমআর’ বা অপটিক্যাল মার্ক রিকগনিশন শিটের মাধ্যমে। পাশাপাশি, প্রশ্নপত্রের ধরনও পরিবর্তিত হবে। পরীক্ষার্থীরা কোনও বিকল্প বা ‘অপশনাল’ প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাবেন না। তাই পরীক্ষার জন্য নির্ধারিত সময়ও কমানো হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে কোভিড অতিমারির সময়ে নিট ইউজি অনেকখানি সরলীকৃত করার চেষ্টা করে এনটিএ। ২০২১ সাল থেকে তাই প্রশ্নপত্রের ‘বি’ অংশে রাখা হয় বিকল্প প্রশ্ন। পরীক্ষার্থীদের মোট ২০০টি প্রশ্নের মধ্যে ১৮০টির উত্তর দিতে হত। পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ৩ ঘণ্টা ২০ মিনিট। এ বছর পরীক্ষায় আর সেই অংশটি রাখা হবে না। পরীক্ষার্থীদের ১৮০টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কোনও বিকল্প প্রশ্ন থাকবে না। সময় বরাদ্দ হবে ৩ ঘণ্টা বা ১৮০ মিনিট। পরীক্ষায় থাকবে তিনটি বিভাগ। এর মধ্যে পদার্থবিদ্যা এবং রসায়ন— দু’টি বিভাগের প্রতিটিতে ৪৫টি করে প্রশ্ন এবং বায়োলজি বা জীববিদ্যা বিভাগে ৯০টি প্রশ্ন থাকবে। গত বছর নিট-ইউজিতে প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে বিতর্ক দানা বেঁধেছিল দেশ জুড়ে। তার পরেই পরীক্ষা নিয়ে এ বছর একাধিক পদক্ষেপ করেছে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা।
আরও পড়ুন:
উল্লেখ্য, প্রচলিত বিষয়গুলি ছাড়াও ব্যাচেলর অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএএমএস), ব্যাচেলর অফ ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি (বিইউএমএস), ব্যাচেলর অফ সিদ্ধ মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএসএমএস), ব্যাচেলর অফ হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমস)-তে ভর্তির যোগ্যতা নির্ণয় করা হয় নিট ইউজি-র মাধ্যমে। এ ছাড়া, বিএসসি নার্সিং কোর্সে ভর্তির জন্যেও নিট ইউজিতে পড়ুয়াদের প্রাপ্ত নম্বরকে গুরুত্ব দেওয়া হবে।