কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের এক্স-সার্ভিসমেন কন্ট্রিবিউটারি হেলথ স্কিম (ইসিএইচএস)-এর অধীনে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তা অনুযায়ী, প্রকল্পের অধীনে বেশ কিছু পদমর্যাদায় কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের রাজ্যে ইসিএইচএস-এর বিভিন্ন ক্লিনিকে কাজের সুযোগ মিলবে। এর জন্য ইতিমধ্যে অফলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নিয়োগ হবে মেডিক্যাল অফিসার, অফিসার-ইন-চার্জ, ডেন্টাল অফিসার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল এ/ টি/ এইচ, ড্রাইভার, চৌকিদার, পিয়ন, ফিমেল অ্যাটেন্ডেন্ট এবং ক্লার্ক পদে। মোট শূন্যপদ ২০টি। নিযুক্তদের কর্মস্থল হবে বর্ধমান, বাঁকুড়া এবং বহরমপুরে ইসিএইচএস পলিক্লিনিকগুলিতে।
আরও পড়ুন:
সমস্ত পদে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পরে শর্তসাপেক্ষে এই মেয়াদ বাড়ানো হতে পারে। পদ অনুযায়ী, নিযুক্তদের বেতন হবে মাসে ১৬, ৮০০ টাকা থেকে শুরু করে ৭৫,০০০ টাকা।
মেডিক্যাল অফিসার পদে আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে উত্তীর্ণ হতে হবে। এ ছাড়া, অন্যান্য পদের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি উল্লিখিত ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১৩ ফেব্রুয়ারি আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। এই বিষয়ে বাকি তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে জানা যাবে।