Advertisement
E-Paper

বেতার মাধ্যমের জনপ্রিয়তা বাড়ুক নবীন প্রজন্মে, কর্মশালা নিয়ে হাজির আকাশবাণী কলকাতা

শুক্রবারের পরে আগামী ১২ ফেব্রুয়ারি রথীন্দ্র মঞ্চে সাইবার অপরাধ, ১৯ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মের সচেতনতা বৃদ্ধি এবং ৫ মার্চ মহিলাদের ক্ষমতায়ন নিয়ে রোটারি সদনে কর্মশালার আয়োজন করবে আকাশবাণী।

AIR Kolkata

আকাশবাণী কলকাতা। সংগৃহীত ছবি।

সুচেতনা মুখোপাধ্যায়

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৮
Share
Save

এক সময় বেতারই ছিল মূল গণমাধ্যম। দেশ-বিদেশের সংবাদ থেকে শুরু করে সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিত চারকোনা এই যন্ত্র। যুগের অগ্রগতির সঙ্গে সঙ্গে সংবাদপত্র, টেলিভিশন পেরিয়ে বর্তমানে বিশ্বায়নের যুগে খবর থেকে বিনোদনের সমস্ত উপকরণই ঘরে ঘরে পৌঁছে যায় ইন্টারনেটের মাধ্যমে। প্রযুক্তিনির্ভর দুনিয়ায় সংবাদপত্রের খবর, টেলিভিশনের অনুষ্ঠান থেকে রেডিয়োর বিভিন্ন প্রোগ্রামও সহজেই দেখে নেওয়া যায় তাদের সামাজিক মাধ্যমের পাতায়। তাই, আট থেকে আশি কারওরই চোখ সরে না ডিজিটাল স্ক্রিন থেকে। এর মধ্যে বেতারের মতো প্রাচীন গণমাধ্যমের জনপ্রিয়তা বাড়াতে উদ্যোগী অল ইন্ডিয়া রেডিয়ো (এআইআর) তথা আকাশবাণী। এ বার অফলাইনে স্কুল কলেজের পড়ুয়াদের জন্য নানা কর্মশালা নিয়ে হাজির দেশের সরকারি এই বেতার মাধ্যম।

‘অন এয়ার’-এ অনুষ্ঠানের বদলে এ বার ‘অফ এয়ার’ অনুষ্ঠান আকাশবাণীর। ‘ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ শীর্ষক সরকারি প্রকল্পের অধীনে মোট চারটি কর্মশালার আয়োজন করবে এআইআর। সমসাময়িক কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই সচেতনতা গড়ে তুলবে এই কর্মশালা।

৭ ফেব্রুয়ারি, শুক্রবার, প্রথম কর্মশালাটি হয়েছে বিধাননগর কলেজে। যেখানে অংশগ্রহণ করছে তিনটি কলেজ এবং তিনটি স্কুলের পড়ুয়ারা। প্রাথমিক ভাবে মোট অংশগ্রহণকারীর সংখ্যা ১০০। প্রথম দিনের ‘থিম’ বা মূল ভাবনা সুস্থায়ী উন্নয়ন। কর্মশালায় সুস্থায়ী উন্নয়ন নিয়ে পড়ুয়াদের বানানো ‘শর্ট ফিল্ম’ বা স্বল্প দৈর্ঘ্য ছবির সম্প্রচারের পাশাপাশি দর্শকদের নিয়ে ক্যুইজ এবং প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। ক্যুইজে জেতার পর পুরস্কার বিতরণও করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রেখেছেন ন্যাশনাল লেভেল মনিটর অফ রিনিউয়েবেল এনার্জি তথা গ্রিন অস্কার প্রাপক শক্তিপদ গণচৌধুরী, ওয়েস্ট বেঙ্গল বায়োডাইভার্সিটি বোর্ডের চেয়ারম্যান অশোককান্তি সান্যাল, ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্সের পশ্চিমবঙ্গ শাখার যুগ্ম সচিব অনির্বাণ দত্ত এবং বিধাননগর কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক শান্তনু সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন কলেজের অধ্যক্ষ সৌরভ চক্রবর্তী।

আকাশবাণী কলকাতা প্রোগ্রাম এগজিকিউটিভ মানসপ্রতিম দাস বলেন, “এই কর্মশালা তরুণদের মধ্যে আকাশবাণীর ভূমিকা সম্পর্কে যেমন সচেতনতা বৃদ্ধি করবে, তেমনি সুস্থায়ী উন্নয়নের গুরুত্ব সম্পর্কেও সম্যক ধারণা তৈরি করবে। মুখোমুখি এই সমস্ত অনুষ্ঠান আয়োজন করা হলে স্বাভাবিক ভাবেই তা আলাদা মাত্রা যোগ করে। একই সঙ্গে মানুষের মধ্যে আকাশবাণীর ভূমিকা ও জনপ্রিয়তাও বৃদ্ধি করবে।"

তিনি জানিয়েছেন, সুস্থায়ী উন্নয়ন ছাড়াও আরও তিনটি বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। শুক্রবারের পরে আগামী ১২ ফেব্রুয়ারি রথীন্দ্র মঞ্চে সাইবার অপরাধ, ১৯ ফেব্রুয়ারি তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ৫ মার্চ মহিলাদের ক্ষমতায়ন নিয়ে রোটারি সদনে কর্মশালার আয়োজন করবে আকাশবাণী।

All India Radio All India Radio Kolkata Akashvani Kolkata media

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}