শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে কাজের সুযোগ। বুধবার এমনটা জানিয়ে পোর্টের তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে, পোর্টের কলকাতা ডক সিস্টেমে কর্মী প্রয়োজন। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। আগ্রহীদের আগে থেকে আবেদন জানাতে হবে না।
কলকাতা ডক সিস্টেমের সেন্টেনারি হাসপাতালের মেডিক্যাল বিভাগের জন্য এই নিয়োগ হবে মেডিক্যাল স্পেশালিস্ট (সার্জারি) পদে। শূন্যপদ একটি। এই পদে এক বছরের জন্য কর্মী নিয়োগ করা হবে।
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৫৫ বছর। নিযুক্ত ব্যক্তির মাসিক পারিশ্রমিক হবে ১,৭০,০০০ টাকা।
আরও পড়ুন:
উল্লিখিত পদের জন্য প্রার্থীদের ন্যাশনাল মেডিক্যাল কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ সার্জারি (জেনারেল সার্জারি) বা ডিপ্লোম্যাট অফ ন্যাশনাল বোর্ড (জেনারেল সার্জারি) যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি, কোনও প্রতিষ্ঠানের সার্জিক্যাল ইউনিটে পাঁচ বছরের পেশাদারি অভিজ্ঞতাও প্রয়োজন।
আগামী ২২ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। প্রার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। এই বিষয়ে বাকি তথ্য সবিস্তার জানতে প্রার্থীরা পোর্টের ওয়েবসাইট দেখে নিতে পারেন।