সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট (সিএলআরআই)-এ কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, চেন্নাইয়ে প্রতিষ্ঠানের সদর দফতর ছাড়াও কলকাতা, জলন্ধর, আমদাবাদ এবং কানপুরের আঞ্চলিক অফিসে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। কাজের সুযোগ থাকবে প্রতিষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে। এর জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।
প্রতিষ্ঠানে গবেষণার কাজে এই নিয়োগ হবে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ-৩ পদে। মোট শূন্যপদের সংখ্যা ২২। প্রতিষ্ঠানে কোয়ালিটি অ্যাশিয়োরেন্স, ফাইন কেমিক্যালস, ইন্সট্রুমেন্টেশন, অ্যানিমাল হাউস, লেদার প্রসেসিং, লেদার প্রোডাক্টস, ফুটওয়্যার টেকনোলজি, ফ্যাশন অ্যান্ড ডিজ়াইন, টেক্সটাইল টেকনোলজি, কমন সায়েন্স ফেসিলিটিস ফর বায়োলজিক্যাল ল্যাব এবং অ্যানালিটিক্যাল সার্ভিসেস ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণিভুক্তদের জন্য ছাড় থাকবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা।
অ্যানালিটিক্যাল সার্ভিসেস-এর ক্ষেত্রে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে কাজের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় ৬০ শতাংশ নম্বর নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, তাঁদের এক বছরের পেশাদারি অভিজ্ঞতা বা গবেষণার অভিজ্ঞতা থাকা জরুরি। অন্যান্য ক্ষেত্রের জন্যও যোগ্যতার ভিন্ন মাপকাঠি স্থির করা হয়েছে।
আরও পড়ুন:
আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জন্য আবেদনমূল্যের পরিমাণ ৫০০ টাকা। আগামী ১ মার্চ আবেদনের শেষ দিন। এর পরে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে আবেদনপত্র যাচাই, ট্রেড টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে। এই বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।