মাত্র ১৪ বছর বয়সে বিজয় হজারে ট্রফি খেলতে নেমে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। বুধবারের ম্যাচের পর শুক্রবারও তার কাছে ঝোড়ো ব্যাটিং আশা করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। কিন্তু শুক্রবারের ম্যাচে খেলছে না বৈভব। একটি বিশেষ কারণে দল ছেড়েছে সে।
শুক্রবার ভারতের ৫ থেকে ১৮ বছর বয়সিদের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পাবে বৈভব। সেই পুরস্কার নিতে দিল্লি গিয়েছে সে। সেই কারণেই বিজয় হজারেতে খেলা হচ্ছে না বিহারের বাঁহাতি ওপেনারের।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নেবে বৈভব। তার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হবে তার। বৈভব ছাড়া আরও যারা এই পুরস্কার পাচ্ছে, তাদের সঙ্গেও দেখা করবেন মোদী।
সাতটি বিষয়ে দেওয়া হয় এই ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’। সেগুলি হল— সাহসিকতা, শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবনী দক্ষতা, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা এবং ক্রীড়া। বৈভব ক্রীড়া ক্ষেত্রে এই পুরস্কার পাচ্ছে।
আরও পড়ুন:
ভারতীয় ক্রিকেটে গত এক বছরে উল্কার গতিতে উত্থান হয়েছে বৈভবের। প্রথমে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের নজর কেড়েছে সে। তার ফলে আইপিএলে মাত্র ১৩ বছর বয়সে দল পেয়েছে বৈভব। নিলামে কোটিপতি হয়েছে সে। রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে নেমে শতরানও করেছে। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে যুব টেস্ট ও এক দিনের ম্যাচে শতরান করেছে বৈভব।
সম্প্রতি ভারতের হয়ে এমার্জিং এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও শতরান করেছে বৈভব। বিজয় হজারে খেলতে নেমেও নজির গড়েছে সে। তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের জোর চর্চা চলছে। বৈভবকে ভারতের ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে। তবে তার মাঝেই ধারাবাহিকতা নিয়ে সমালোচনার মুখে পড়েছে সে। বড় ম্যাচে তার ব্যর্থতা নিয়েও আলোচনা চলছে। এই আলোচনার মাঝেই বড় সম্মান পেতে চলেছে বৈভব।