আরও একটি বড় ইনিংসের অপেক্ষায় ছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কিন্তু তাঁদের হতাশ করলেন রোহিত শর্মা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম বলেই শূন্য রানে আউট হলেন রোহিত। বিজয় হজারের প্রথম ম্যাচে সিকিমের বিরুদ্ধে শতরান করলেও দ্বিতীয় ম্যাচে ব্যর্থ তিনি।
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রোহিতকে হারায় মুম্বই। দেবেন্দ্র সিংহের বলে জগমোহন নাগারকোটির হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। জয়পুরের সওয়াই মানসিংহ স্টেডিয়ামে আর একটি রোহিত শো হল না। রোহিতের খেলা দেখতেই মাঠে ভিড় করেছিলেন দর্শকেরা। প্রথম বলেই রোহিত আউট হওয়ায় হতাশ তাঁরা। ফেরার সময় রোহিতকে দেখেও বোঝা যায়, প্রথম বলেই আউট হবেন, তিনি নিজেও সেটা ভাবতে পারেননি।
বুধবার বিজয় হজারের প্রথম ম্যাচে এই মাঠেই ৯৪ বলে ১৫৫ রান করেন রোহিত। ১৮টি চার ও ন’টি ছক্কা মারেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তাঁর দাপটে মাত্র ৩০.৩ ওভারে ২৩৬ রান তাড়া করে জিতে যায় মুম্বই। কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হলেন রোহিত।
আরও পড়ুন:
ভারতের হয়ে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু এক দিনের ক্রিকেট খেলছেন রোহিত। তাঁর লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপে খেলা। তবে তার জন্য তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই সাত বছর পর বিজয় হজারে খেলতে নেমেছেন তিনি। তবে রোহিতকে ছাড়ও দিয়েছে বোর্ড। দু’টি ম্যাচ খেললেই চলবে। দু’টি ম্যাচ খেলেও ফেললেন তিনি। একটি ম্যাচে শতরান করলেন। অন্যটিতে শূন্য। এখন দেখার, বিজয় হজারের আর কোনও ম্যাচে রোহিতকে খেলতে দেখা যায় কি না।